পথ
HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Wednesday, May 5, 2021
পথ
পথ
Monday, April 26, 2021
বিষণ্ণ
Friday, April 16, 2021
ডুব
ডুব
ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)
ডুব দিয়েছে গোল সূর্যি🌄🌅
ডুব দিয়েছে পান কৌড়ি,
ঘোমটা টেনে কুসুম রঙের
বসে আছে জুঁই বাউড়ি।
ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆
ডুব দিয়েছে সোনা মানিক,
ছায়ার কোলে মাছের খেলা
সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦
🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ
ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍
একটা শালুক ভাসছে দেখি
মাছ রাঙ্গাতে দিচ্ছে ঝাঁপ।🐦
ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙
ডুব দিয়েছে হাজার তারা,
টলটলে জল একটা পুকুর
হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞
Friday, March 12, 2021
বাঘের ছাও
বাঘের ছাও🐯🐯
ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এ্ম ও )
💊💊
ছোট্ট একটা টিনের নাও🛥🛥🛥🛥
চড়তে এলো বাঘের ছাও।
মাসির পোলা ঘোরে ফেরে
নাও ভেড়ে না কোনো তীরে।
ভয়ে মরে ছানার বাবা ,
চোখ হয়েছে ড্যাবা ড্যাবা।
পূব আকাশে উঠল ঝড়,
পড়ল বাজ কড়াত কড়।
বনের পশুর সাহস দেখে🐯🐕🐕
কুকুরগুলো উঠল ডেকে।
বাঘের ছাও আপন মনে
নৌকা বায় সোতের পানে।
হঠাৎ করে একি হল,
নৌকা খানা উলটে গেল।
দিচ্ছে সাঁতার বাঘের ছাও ,
হারিয়ে গেল টিনের নাও।।🛥🛥
Thursday, March 4, 2021
প্রত্যাশা
প্রত্যাশা🍂🌼
ডাঃ কাজল কুমার বক্সী
(এইচ,এম, ও )
ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা,
কালো বোরখায় ঢেকেছে মুখ।
ঘুম চলে গেছে খিড়কি খুলে ।
বিরহের দুটো ক্রিম বিস্কুট
আর বৈধব্যের গ্লূকোজ সরবত হাতে।🌸
তুমি যে আসবে বলে ছিলে,
রাত্রের শেষ ট্রেনটাও মিলিয়ে গেল ওই সীমান্তে,
নিজের হাতেই লিখেছি ভালোবাসার কবিতা।
আয়নায় দেখেছি মুখ বারে বারে ।🌸
কিন্তু কোথায় হারালে তুমি?
ভোরের নুতন আলোর দল
ছোট্ট জানলায় আছড়ে পড়ে এক সাথে।
নীরবতা ভাঙে কালো কাকের কর্কশ স্বরে,
নিষ্ফল প্রত্যাশা ফিঁকে হয়ে আসে
নুতন কোনো রঙিন প্রতীক্ষার মোড়কে।🌸
🍁🍁🌿
Tuesday, March 2, 2021
বৃষ্টি
ডাঃ কাজল কুমার বক্সী
ভোটা চাটনি
ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই? ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...
-
বিবাগী বৃষ্টি ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও ) যাক বৃষ্টিরা এ বছরের মতো খাল,বিল ,নদী নালা টই টম্বুর করে শব্দ হারা একলা বিবাগী। আলো মতীর খে...
-
ও আপন ভোলা নদীরে তুই আয়-আয়-আয়। ঘোমটা দিয়ে আমার বউটি আমার👩👩 যায়-যায়-যায়। ও হলদে পাখি একটি বার,🐦🐦🐦 ডাক-ডাক-ডাক। ওই দেখা যায় চিকিয়ে ওঠে,...