ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এম ,ও)
বিষণ্ণতায় জুবুথুবু অতি চেনা শহর,
রাজ পথে শোণিতের পদ চিহ্ন।
বিজয় রথ আতঙ্ক ধূম্র জালে নি শ্চল।
সমাজ সমারোহ অনাহুত আগন্তুক।
প্রবাসী বিস্মৃত নিজ আপন নীড়।
গভীর দাগ ফেলে যায় অধিকারের চাবুক।
ঘুম ভাঙ্গানীয়া দোয়েলের শিস
সবেদা ফুলের ভোরের মৌমাছি গুন গুন।
অদৃশ্য বাতাসে বারুদের সাদা ঘন বিষ।
এক বালতি জলে মুছে যায় জীবনের শে ষ দাগ।
হুংকারে তান্ডবে আঙ্গুলের কালি ঝলকায়,
দিন বদলে গলে যায় জমানো কঠিন রাগ।
প্র ণম্য গণতন্ত্রের ধূলি মাখা শ রীর
গরুর দুধের বদলে পাতলা মাড় ভাত।
অচেনা সবাই ,মুখে মুখে রঙ বেরঙ্গের আবির।
নমস্কার ও ভালোবাসা সবাইকে। যাঁরা আমার লেখা পড়ছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। নিজে পড়ুন ,অপরকেও শেয়ার করুন। । স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন ও অপ রকে ভালো থাকতে সাহায্য কারুন।ধন্যবাদ।
ReplyDelete