Thursday, March 4, 2021

প্রত্যাশা

প্রত্যাশা🍂🌼

ডাঃ কাজল কুমার বক্সী

                    (এইচ,এম, ও )

ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা,

কালো বোরখায় ঢেকেছে মুখ।

ঘুম চলে গেছে খিড়কি খুলে ।

বিরহের দুটো ক্রিম বিস্কুট

আর বৈধব্যের গ্লূকোজ সরবত হাতে।🌸


তুমি যে আসবে বলে ছিলে,

রাত্রের শেষ ট্রেনটাও মিলিয়ে গেল ওই সীমান্তে,

নিজের হাতেই লিখেছি ভালোবাসার কবিতা।

আয়নায় দেখেছি মুখ বারে বারে ।🌸

কিন্তু কোথায় হারালে তুমি?

ভোরের নুতন আলোর দল

ছোট্ট জানলায় আছড়ে পড়ে এক সাথে।

নীরবতা ভাঙে কালো কাকের কর্কশ স্বরে,

নিষ্ফল প্রত্যাশা ফিঁকে হয়ে আসে

 নুতন কোনো রঙিন প্রতীক্ষার মোড়কে।🌸




 🍁🍁🌿

No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...