HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Sunday, March 15, 2020
Friday, January 31, 2020
স্বপ্ন
স্বপ্ন
ডাঃ কাজল কুমার বক্সী
বেল গাছটায় বাকি,
টুপুস করে পড়লো বেল
চাঁদি ফাটলো নাকি?
শিমূল ফুলটায় বাকি
পথের উপর ঝরলো শিমূল
কুড়িয়ে নিল খুকি।
সব বাগানেই মারছি উঁকি
পেয়ারা বাগান বাকি
সব দুয়ারে একলা ডাকি
রাজার দুয়ার বাকি
রাজার ছেলে মেললো চোখ
বগুলা, নদিয়া, ৩০/১/২০২০
Thursday, January 30, 2020
কচ্ছপের ছানা
কচ্ছপের ছানা
ডাঃ কাজল কুমার বক্সী
বালি থেকে বেরিয়ে,
ঝটাপট যায় চলে
তট ভূমি পেরিয়ে।
খুদে খুদে শত শত
ওরা সব চলছে,
বাজেদের ছোবলে
কেউ কেউ মরছে।
সাগরের ডাকে যারা
বাচা মরা লড়াইতে
হাবু ডুবু খাচ্ছে।
একদিন বড় হয়ে
এরা সব ফিরবে
বালি খুঁড়ে সাদা সাদা
ডিম গুলো পাড়বে।
তার পর নীল জলে
বুক খানা ভাসাবে,
ধীরে ধীরে হারাবে।।
বগুলা ,নদিয়া,
Saturday, December 28, 2019
বাংলা দেশী পিসি
বাংলা দেশী পিসি
ডাঃ কাজল কুমার বকসী
আর
খ্যাক খাক হাসি,
এই নিয়ে বেচে আছে বাংলা দেশী পিসি।
ত্যাড়া ত্যাড়া বুলি
আর
ছেঁড়া ফাটা ঝুলি
রোগা রোগা হাত
আর
ফাঁকা ফাঁকা দাঁত
রোজ খায় পান সুপারি গুনে গুনে সাত।
নড় বড়ে ঘর
আর
বালি বালি চর
ভয়ে ভয়ে থাকে পিসি দিন ভর রাত।
গুন গুন গান
সকলকে ভালোবাসে নেই তার পর।
শাক পাতা ডাল
আর
বেশি বেশি ঝাল
পিসি একা খেয়ে নিয়ে ঘোরে চিরকাল।
আর
রুপো ঢালা চাঁদ
গাঙ দিয়ে নৌকা বয় তুলে দিয়ে পাল।
বগুলা/ ২৮/১২/২০১৯
Sunday, December 1, 2019
পদ্ম বাঁওড়
বাংলা নদী নালা,খাল বিল বাঁওড় এর প্রাচুর্যে বরাবরই প্রানবন্ত।প্রতিটি জলাশয়ই তার ভিন্ন ভিন্ন মাধুর্যে চিরসজীব।সে কখনো শীতের কুয়াশায় একাকি শান্ত সমাহিত আবার কখনো বর্ষার অবিরাম ধারাপাতে ভীষনই মিষ্টি মূখর। টলটলে জলে ভরা বাঁওড় গুলো যেন সারা গায়ে সু গন্ধি অলিভ ওয়েল মেখে শীতের রৌদ্রে চুপি চুপি স্নান সেরে নেয়। পান কৌড়ি,মাছ রাঙ্গা,সাদা বকের দল ঝুপ ঝুপ করে মাছ তুলে নেয় লম্বা সুঁচালো ঠোট গুলোতে।
কিন্তু এই অতি আপন জলাশয় গুলো আজ কাল নানা ধরনের পরিবেশ দূষনের শিকার। আমি বারে বারে এদের কাছে ছুটে ছুটে যাই এক অজানা নাড়ীর আকর্ষণে। তার জন্য এই ছড়া।
পদ্ম বিল
ডাঃ কাজল কুমার বক্সী
একলা থাকি বেশ,
শীতল শীতল জলের বুকে
আলতো ঢেউ এর রেশ।
বইছে বাতাস ধীরে,
বকের ঠোটে মাছের পোনা
ফিরছে বধূ ঘরে।
গায়ের লোকে নাইতে এলে
জল ছিটিয়ে পাড় ভিজিয়ে
খেলছে সবাই মিলে।
সাঁঝের বেলায় রঙ বাহারি
কুসুম ভেঙ্গে ঝরে,
পদ্ম পাতায় হীরের দোলা
শান্ত চরা চরে।।
Wednesday, November 13, 2019
জীর্ণ অবয়ব
জীর্ণ অবয়ব
ডাঃ কাজল কুমার বক্সী
স্বপ্ন ঘোর অতীত,
অক্টোপাসের মত জড়িয়ে নিষ্টুর মূল উপমূল।
সমকালের গতিময় জীবনের কোলাহলে
একাকী নিঃশ্চূপে।
অমলিন নুতন সবুজ পাতারা
স্বগর্বে নিজেকে সপেছে সূর্যালোকে।
পরাভূত জরা ভয়াল নিষ্পেষনে আবৃত
চিরকালের অতি চেনা নাগপাশে।
অবহেলিত অকৃত্রিম সাক্ষী,
দুটি হলুদ ঠোটের গাঙ্গ শালিকের সাবলীল সংসারে
নিজেকে খুঁজে পায় বারে বারে
হারানো আনন্দ ঘন নহবতের সুরে।
জারি হয়ে যায় যদি নোটিশ কখনো
হাতুড়ী ছেনির আঘাতে আঘাতে
বেদনাতুর হব জানি
এই ভঙ্গুর ক্ষয়িষ্ণু অবয়বে।
মনে রেখ অবলুপ্ত হতে চলা এই আমাকে,
ফিরতি পথের অকস্মাৎ দৃষ্টিপা্তে
নিঃশেষিত রঙ্গিন কলেবরহীন
এক অজানা শহরের পথিক হিসাবে।
বগুলা, নদীয়া
ছবি- রানাঘাট পাল চৌধূরী জমিদার বাড়ি.১৩/১১/২০১৯
সমকালের গতিময় জীবনের কোলাহলে
একাকী নিঃশ্চূপে।
অমলিন নুতন সবুজ পাতারা
স্বগর্বে নিজেকে সপেছে সূর্যালোকে।
পরাভূত জরা ভয়াল নিষ্পেষনে আবৃত
চিরকালের অতি চেনা নাগপাশে।
অবহেলিত অকৃত্রিম সাক্ষী,
দুটি হলুদ ঠোটের গাঙ্গ শালিকের সাবলীল সংসারে
নিজেকে খুঁজে পায় বারে বারে
হারানো আনন্দ ঘন নহবতের সুরে।
জারি হয়ে যায় যদি নোটিশ কখনো
হাতুড়ী ছেনির আঘাতে আঘাতে
বেদনাতুর হব জানি
এই ভঙ্গুর ক্ষয়িষ্ণু অবয়বে।
মনে রেখ অবলুপ্ত হতে চলা এই আমাকে,
ফিরতি পথের অকস্মাৎ দৃষ্টিপা্তে
নিঃশেষিত রঙ্গিন কলেবরহীন
এক অজানা শহরের পথিক হিসাবে।
বগুলা, নদীয়া
ছবি- রানাঘাট পাল চৌধূরী জমিদার বাড়ি.১৩/১১/২০১৯
Monday, November 11, 2019
হুতুম রাজা( KING OWL)
হুতুম রাজা
ডাঃ কাজল কুমার বক্সী
হুতুম রাজার দেশের কথা
জানতে যদি চাও
গহন বনের নদীর পাড়ে
একলা তুমি যাও।
সূয্যি মামা যেই ডুবে যায়
অমাবস্যার রাতে
হুতুম রাজা মন্ত্রী সভায়
বসেন আসন পেতে।
মন্ত্রী বলেন রাজা হুজুর
খাবার যাচ্ছে কমে
ইঁদুর গুলো যায় না ধরা
কিনতে হচ্ছে দামে।
ধানের মাঠে মেঠো ইঁদুর
গেছো ইঁদুর গাছে
নেংটি ভায়া থাকেন ঘরে
প্রানটা যদি বাচে।
হুতুম বলেন -চুপ! চুপ!
রাণী শুনতে পাবেন
একটা কিছু করতে হবে
সবাই মিলে ভাবেন।
খবর আছে রাজা সাহেব
অতি গোপন কথা
গনেশ ঠাকুর আছসে রাতে
সঙ্গে অনেক নেতা ।
সর্বনাশ! বলেন রাজা
মরবো নাকি সবাই
ইঁদুর গুলোর বড্ড সাহস
করবো ওদের জবাই।
হুতুম পেচাঁর গোল্লা চোখে
আঁধার নামে রোজ
একশো ইঁদুর পড়লে ধরা
রাজা সারেন ভোজ।
বগুলা, ১১/১১/২০১৯
Subscribe to:
Posts (Atom)
ভোটা চাটনি
ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই? ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...
-
বিবাগী বৃষ্টি ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও ) যাক বৃষ্টিরা এ বছরের মতো খাল,বিল ,নদী নালা টই টম্বুর করে শব্দ হারা একলা বিবাগী। আলো মতীর খে...
-
ও আপন ভোলা নদীরে তুই আয়-আয়-আয়। ঘোমটা দিয়ে আমার বউটি আমার👩👩 যায়-যায়-যায়। ও হলদে পাখি একটি বার,🐦🐦🐦 ডাক-ডাক-ডাক। ওই দেখা যায় চিকিয়ে ওঠে,...