বাংলা নদী নালা,খাল বিল বাঁওড় এর প্রাচুর্যে বরাবরই প্রানবন্ত।প্রতিটি জলাশয়ই তার ভিন্ন ভিন্ন মাধুর্যে চিরসজীব।সে কখনো শীতের কুয়াশায় একাকি শান্ত সমাহিত আবার কখনো বর্ষার অবিরাম ধারাপাতে ভীষনই মিষ্টি মূখর। টলটলে জলে ভরা বাঁওড় গুলো যেন সারা গায়ে সু গন্ধি অলিভ ওয়েল মেখে শীতের রৌদ্রে চুপি চুপি স্নান সেরে নেয়। পান কৌড়ি,মাছ রাঙ্গা,সাদা বকের দল ঝুপ ঝুপ করে মাছ তুলে নেয় লম্বা সুঁচালো ঠোট গুলোতে।
কিন্তু এই অতি আপন জলাশয় গুলো আজ কাল নানা ধরনের পরিবেশ দূষনের শিকার। আমি বারে বারে এদের কাছে ছুটে ছুটে যাই এক অজানা নাড়ীর আকর্ষণে। তার জন্য এই ছড়া।
পদ্ম বিল
ডাঃ কাজল কুমার বক্সী
একলা থাকি বেশ,
শীতল শীতল জলের বুকে
আলতো ঢেউ এর রেশ।
বইছে বাতাস ধীরে,
বকের ঠোটে মাছের পোনা
ফিরছে বধূ ঘরে।
গায়ের লোকে নাইতে এলে
জল ছিটিয়ে পাড় ভিজিয়ে
খেলছে সবাই মিলে।
সাঁঝের বেলায় রঙ বাহারি
কুসুম ভেঙ্গে ঝরে,
পদ্ম পাতায় হীরের দোলা
শান্ত চরা চরে।।
No comments:
Post a Comment