Saturday, December 28, 2019

বাংলা দেশী পিসি

                              বাংলা দেশী পিসি

                                                               ডাঃ কাজল কুমার বকসী


খুক খুক কাশি 
        আর
 খ্যাক খাক হাসি,
এই নিয়ে বেচে আছে বাংলা দেশী পিসি।

ত্যাড়া ত্যাড়া বুলি 
       আর
ছেঁড়া ফাটা ঝুলি
এটা তার সম্বল তাই পেয়ে খুশি।

রোগা রোগা হাত
      আর
ফাঁকা ফাঁকা দাঁত
রোজ খায় পান সুপারি গুনে গুনে সাত।


নড় বড়ে ঘর
     আর 
বালি বালি চর
ভয়ে ভয়ে থাকে পিসি দিন ভর  রাত।

গুন গুন গান
   আর  কালা দুই কান
সকলকে ভালোবাসে নেই তার পর।

শাক পাতা ডাল
     আর
বেশি বেশি ঝাল
 পিসি একা খেয়ে নিয়ে ঘোরে চিরকাল।

শুন শান পাড়া
     আর
 রুপো ঢালা চাঁদ
গাঙ দিয়ে নৌকা বয় তুলে দিয়ে পাল।
 বগুলা/ ২৮/১২/২০১৯















                                     

No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...