Wednesday, August 25, 2021

বিবাগী বৃষ্টি

বিবাগী বৃষ্টি

ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও )


যাক বৃষ্টিরা এ বছরের মতো

খাল,বিল ,নদী নালা  টই টম্বুর করে

শব্দ হারা  একলা বিবাগী।


আলো মতীর  খেলায়👩👩

নির্ভেজাল হাসিতে ছড়ায় শীতের খুশবু।

দুল দুলানি নাগর  দোলায়  আমোদিনী।


ঘুরন্ত জীবনে গলে গলে পড়ে আহ্লাদ,

রঙিন দীপ্র আলোতে  ঝক ঝকে দীপ্তি ময়ী ।

হাত ছেড়ে  বেলুন উড়ে যায়  একাকী।🎈🎈


ঝিমিয়ে পড়া ভাঙ্গা মেলা,

চৌকো চৌকো  মুখের বিষন্ন মানুষের  দল

সার্কাসে  হারায়  ক্ষূদাতুরা কিশোরী।👧👧


বৃষ্টি  চলে গেছে, রাস্তা  শুকিয়েছে

কাশ ফুলের মতো দোল  খায়  শরীর,

আনন্দ  মাথায়  করে ফেরে মানব মানবী।👬👬









No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...