Monday, November 11, 2019

হুতুম রাজা( KING OWL)



হুতুম রাজা
ডাঃ কাজল কুমার বক্সী

হুতুম রাজার দেশের কথা
জানতে যদি চাও
গহন বনের নদীর পাড়ে
একলা তুমি যাও।

সূয্যি মামা যেই ডুবে যায়
অমাবস্যার রাতে
হুতুম রাজা মন্ত্রী সভায়
বসেন আসন পেতে।

মন্ত্রী বলেন রাজা হুজুর
খাবার যাচ্ছে কমে
ইঁদুর গুলো যায় না ধরা
কিনতে হচ্ছে দামে।

ধানের মাঠে মেঠো ইঁদুর
গেছো ইঁদুর গাছে
নেংটি ভায়া থাকেন ঘরে
প্রানটা যদি বাচে।
হুতুম বলেন -চুপ! চুপ!
রাণী শুনতে পাবেন
একটা কিছু করতে হবে
সবাই মিলে ভাবেন।

খবর আছে রাজা সাহেব
অতি গোপন কথা
গনেশ ঠাকুর আছসে রাতে
সঙ্গে অনেক নেতা ।
সর্বনাশ! বলেন রাজা
মরবো নাকি সবাই
ইঁদুর গুলোর বড্ড সাহস
করবো ওদের জবাই।

হুতুম পেচাঁর গোল্লা চোখে
আঁধার নামে রোজ
একশো ইঁদুর পড়লে ধরা
রাজা সারেন ভোজ।


বগুলা, ১১/১১/২০১৯



No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...