শাশ্বত
ডাঃ কাজল কুমার বক্সী (এইচ, এম,ও)
এক মৃত মানুষের পা চুঁইয়ে
গলে গলে পড়ছে আট পৌরে স্বপ্নের মেদ।
হালকা হচ্ছে নিঃশব্দে পালিশ মার্বেল পাথর।
জিব ফেটে বেরিয়ে আসে লিপ্সার লালা রস,
আবছা ছায়া ফেলে দাঁড়িয়ে আত্ম ভোলা মানুষের দল,
রাস্তায় এক কোণে ফুল ফোটায় কদম প্রতিটা বছর।
জীবন বীমার শেষ কিস্তি টা মিটিয়ে
হলদে গলদা চিংড়ির ঝোল টুকু ছিল বাকি,
খোলা জালানায় নরম আলোয় হারালো জীবন।
নিঃশেষিত যেন সমস্ত কিছু কৃষ্ণ গহবরে,
ফেরায় না কিছুই ,শুধু ভয়ানক শূন্যতা।
রাতের রজনী গন্ধার সুরভীতে নি শ্চল একান্ত আপন জন।
সাজানো বাসরে ছিল শাশ্বত ছিদ্রের চুল চেরা হিসাব,
বিষের থলিতে ভরা ছিল মৃত্যুর পরোয়ানা
খেয়াল রাখেনি সদা ব্যস্ত অতি চেনা শহর।
শরীর থেকে খুলে খুলে যায় নাগপাশের যত বাধন,
কোথাও আবার স্ফীত হয় নুতন আবৃতা মাতৃ জঠর।
ধন্য বাদ সহ
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা ,নদিয়া,
kkbakshi.blogspot.com