Sunday, September 13, 2020

বুটুন

 বুটুন

ঝলমলিয়ে উঠল বুটুন

রোদের মত হেসে,

কাশের বনে হারিয়ে গেল 

সাদার সাথে মিশে।


খোঁজো খোঁজো খুকু সোনা

কোথায় গেল সে ?

হলদে কুসুম আলোর খেলা 

দেখতে পেল কে?

খেলার সাথী নেইকো তার

পিসিই কেবল থাকে ,

দোল দুলানি চামর দোলে

হাত ছানি দেয় তাকে।

গন্ধ বাতাস নাইবা থাকুক

সুড় সুড়ানি আছে,

সির সিরানি বইছে বাতাস

পাঁতি লেবুর গাছে।


বুটুন বুটুন ডাকছে মা

কেউ পেলনা খুঁজে,

সূর্য্য ঢলে, বক ফিরে যায়

আকাশ মরে লাজে।


ওইতো বুটুন ওইতো বুটুন

হেলতে দুলতে আসে,

হাতে ধরা কাশের থোকা

খুশির রেখা মুখে।

জড়িয়ে ধরে দাদু দিদা

আদর করে শেষে

কাশের ফুলে বুলিয়ে দিয়ে

কান মলা দেয় পিসে।


ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও)

বগুলা, নদিয়া, 





No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...