Thursday, September 17, 2020

চাঁদের মুখে

 চাঁদের মুখে  

ডাঃ কাজল কুমার বক্সী

চাঁদের  মুখে যেই দিয়েছি পাড়ি

সারা সকাল জুড়ে শুধুই 

হাত তালি আর হাত  তালি।


চরকা কাটা  সেই যে চাঁদের বুড়ি 

ডাকতে থাকে দুই হাত  তুলে-

আয় ভাই আয় , খুব তাড়াতাড়ি।


চাঁদের বুকে ছড়িয়ে থাকা যত নুড়ি,

কুঁড়িয়ে নিস পকেট গুলো  ভরে,

চড়ে  বেড়াস তোরই ছোট্ট গাড়ি।


দামি রকেটযানে নাইবা এলি

দুঃখ কিসের অত শত ?

তুই কি আমার ডাক শুনতে পেলি ?


এখানে নেইকো হাজার চোরা গলি

শুধুই ফাঁকা , শুধুই পাহাড় চূঁড়োর সারি।

আর কেবলই ধূসর ধূলোর পলি।


আমি থাকি একলা নিরিবিলি,

সুতো কাটি সারা  রাত্রি জুড়ে

দিনের বেলা ঘুমিয়ে কাটাই খালি।


একটা কথা কানে কানে বলি

আমার কাছে আসতে যদি চাস

রেখে আসিস লোটা কম্বল ঝুলি।


রুপোর রঙে রাঙিয়ে নিয়ে বাড়ি,

ঘুরে বেড়াস ইচ্ছে খুশি মত,

 মাঝে মাঝে ওড়াস  রঙ্গিন ঘুড়ি।


মনে রাখিস এই যে আমি বুড়ি

সদাই থাকি খোস মেজাজে

 আমার  হাতে নেইকো কোনো ছড়ি।


ঘরে যদি থাকে  ঘন্টা বাজা ঘড়ি

ঠিক সময়ে নামিয়ে দেব

সোনায় বাধা ইয়া লম্বা  সিঁড়ি ।

বগুলা, নদিয়া।

kkbakshi.blogspots.com

kkbakshi007@gmail.com

9474611878/8509747003





No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...