Monday, September 21, 2020

নখে আঘাত বা কেটে গেলে হাইপেরিকামের ব্যবহার।



 হাইপেরিকাম পারফোরেটাম -  হাইপেরিকাম এর নাম অনেকে না শুনে থাকলেও এটি কিন্ত হোমিও প্যাথিতে একটি মহার্ঘ্য ওসুধ যা কিনা নখের আঘাত বা কাটায় খুবই ব্যবহ্রত হয়। এই মনে করুন নখ কাটতে কাটতে কুচ করে নখটা কেটে গেল ও রক্ত ও বেরিয়ে গেল খানিকটা। তখন আপনি কি করবেন ?  তীব্র যন্ত্রনা । ঘরে যদি ক্যালেন্ডুলা ও হাই পেরিকাম থাকে তা হলে আপনার কোনো চিন্তা নেই। পায়ের পাড়ায় বা হাঁতুড়ির আঘাতে  যদি নখ থেঁৎলে যায় তা হলে হাইপেরিকাম ভীষণ ভাবে কাজ করবে ব্যথা নিরাময়ে । আসলে নার্ভ তন্তুর উপর ওসুধ টি খুব ভালো কাজ করে। 

ধারালো কোনো সূঁচ কিংবা আল পিন যাঁতীয় কোনো জিনিসে পায়ে,হাতে ফুটো হয়ে গেলে হাইপেরিকাম দারুন ভাবে ব্যাথা কমিয়ে দেয় ও ঘাঁ শুকিয়ে দেয় ঝটা পট।হাত ও পায়ের আঙ্গুলের ডগায় কোনো যান্ত্রিক আঘাত পেলে হাইপেরিকাম অব্যার্থ একটি ওষুধ।হিপোক্রেটস হাইপেরিকামকে একটি প্রাধান ওষুধ রুপে বর্ননা করেছেন।স্নায়ু তন্তু তে আঘাত জনিত কারনে তীব্র ব্যাথায় হাইপেরিকাম একটি মহা মূল্য বান ওষু ধ রুপে গন্য করা যায়।ট্রেনে, বাসে, ট্রামে পায়ের পাড়ায় নখে চাপ পেলে বা থেতলে গেলে হাইপেরিকাম খান এবং ব্যাথা থেকে মুক্তি  পান।

ডোজ - সাধারনত ৬,৩০,২০০ শক্তির  ওষুধ দিনে তিন বার থেকে  ছয় বার  দেওয়া যেতে পারে।

               ধন্যবাদ  সহ

DR.KAJAL KR.BAKSHI(H.M.O) AYUSH

kkbakshi007@gmail.co

kkbakshi.blogspot.com

9474611878/8509747003 ,BAGULA, NADIA,WB,741502



No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...