Thursday, October 1, 2020

লাল পুকুর।

 লাল পুকুর

ডাঃ কাজল কুমার বক্সী

হঠাৎ দেখি লাল পুকুরে

জল শুকিয়ে কাঠ,

ঝাঁকড়া মাথায় তালের সারি

সবুজ ভরা মাঠ।


গুগ্‌লি খোঁজে চুনা মান্ডি

আপন মনে একা,

দুপুর বেলা গরম হাওয়া

হলদে কাজু পাকা।


কাঁকড় ঝরে ঝুর ঝুরিয়ে

উচু পুকুর পাড়,

শেয়াল বেরোয় গর্ত থেকে

সাদা কাশের ঝাড়।


মাথায় নিয়ে কাঠের বোঝা

সাঁওতালী এক মেয়ে,

বন পেরিয়ে ফিরছে ঘরে

রুপোর নূপুর পায়ে।


হৃদ জুড়ানো ধানের ক্ষেত

মহুয়া ফুলের রাশি,



গায়ের ছেলে একলা বসে

বাজায় বাঁশের বাঁশি।


ঘর পালানো ছেলের দল

গল্প করে বসে,

গাছের ডালে ডাকছে ঘুঘু

গঙ্গা ফড়িং ঘাসে।

লাল পুকুরের গল্প গাঁথা

ফুরায় নাকো কভু

দিনের শেষে আধাঁর নামে

প্রদীপ নিভু নিভু।

ডা; কাজল কুমার বক্সী

বগুলা, নদীয়া।



No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...