ক্যালেন্ডূলা ওফিসিনালিস -
ক্যালেন্ডূলা ওষূধটি এক কথায় সকলেই চিনে ফেলতে পারেন, কেননা বাজারে ক্যালেন্ডূলা শব্দটি জুড়ে নানান ধরনের মলম ও পাউডার পাওয়া যায় বলেই। হোমিওপ্যাথিতে এই ওষুধ টির গুরত্ব কিন্তু অপরিসীম বা ভীষণই কার্যকারি।এটি বাড়ীতে বা কাছে থাকা মানেই কাটা ছেঁড়ায় অনেকটা নিরাপদ থাকা ।
ক্যালেন্ডূলা বা মারি গোল্ড ফ্রান্স থেকে উৎ পত্তি । আঁচিল সারানো হতো বলে এর নাম ছিল ভেরুকেরিয়া।
পরবর্তীতে হোমিওপ্যাথি চিকিৎ সার জন্য এটির ব্যাপক প্রসারতা বাড়তে থাকে।ধারালো কোনো ছোট-খাটো অস্ত্রে বা ছুরি ,কাঁচি, ব্লেডে, কেটে কিংবা আঘাতে শরীরের কোন অংশ থেতলে ও ছিঁড়ে গেলে এই ওষুধের জুড়ি মেলা ভার। ক্যালেন্ডূলl এন্টিসেপটিক ও এন্টিব্য়াকটিরিয়াল হিসাবে কাজ করে। ক্ষতে ও কাটা জায়গায় পূঁজ তৈরীতে বাধা দেয় ফলে কাটা জায়গা সহজে শুকিয়ে ও জুড়ে যায়।
কেটে ছিড়ে গেলে যে প্রচন্ড ব্যথা হয় তা সহজেই ক্যালেন্ডূলায় সেরে যায়। রোগি অতি তাড়া তাড়ি আরাম বোধ করে।
ক্যালেন্ডূলা ব্যহ্যিক ব্যবহারের জন্য ক্যালেন্ডূলা লোশন ,মলম, ক্রিম, মাদার টিংচার বাজারে সব সময় সহজ লভ্য।
মুখে খাওয়ার জন্য ক্যালেন্ডূলা ৬,৩০,২০০ শক্তির ওষুধ খাওয়া যেতে পারে । শক্তি অনুসারে দিনে তিন থেকে ছয় বার দেওয়া হয়।
সেলাই করার পরে ক্যালেন্ডূলা লাগালে ও ব্যন্ডেজ করে দিলে কাটা যায়গা অতি সহজে শুকিয়ে যায়
ও জল না লাগালে পুঁজ হয় না।
ক্ষত স্থানের নষ্ট হওয়া অংশ সহজেই পূরণ করে ক্যালেন্ডূলা । দাঁত তোলার পরে ক্যালেন্ডূলা লাগালে রক্ত পড়া বন্ধ হয়।
ধন্য বাদ সহ
ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম,ও) আয়ুশ।
বগুলা, নদিয়া, ৯৪৭৪৬১১৮৭৮