আর্নিকা মন্টানা- আমরা কম বেশি অনেকেই জানি আর্নিকা মন্টানা একটি বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিকওষুধ ।নুতন কিংবা পুরানো যে কোন আঘাত জনিত কারণে উপসর্গ অনু্সারে এই ওষুধটি হোমিও প্যাথিক চিকিৎসকরা সাধারনত দিয়ে থাকেন। শিশু থেকে বয়স্ক সবার জন্যই এই ওষুধ বিশেষ উপকারি। অনেকেই আর্নিকা তাদের ছেলেমেয়েদের জন্য বাড়িতে কিনে রেখে দেন।
আঘাত জনিত কূফল গুলো এই ওষুধে সহজেই সেরে যায় এবং খুব তাড়াতাড়ি রুগি তাঁর স্বাভাবিক জীবনে ফিরে আসে।অজ্ঞান হয়ে গেলেও এই ওষুধ কার্যকারি। ওপারেশেনের আগে ও পরে আর্নিকা খাওয়া যায়।দাঁত তোলার আগে ও পরে এই ওষুধের তুলনা হয়না। মায়েদের সন্তান প্রসবের পরে আর্নিকা একটি মহা ওষুধ।
মাথায় আঘাত লাগলে সবচেয়ে বেশি উপকারী এই জীবন দায়ী ওষুধটি।তবে দেরী কেন? হোমিও চিকিৎ সা করান ও ভালো থাকুন।অতি পুরাতন আঘাতে এই ওষুধ দিলেও ভালো কাজ করে।সামান্য রক্ত সহ ছুলে গেলে আর্নিকা ব্যবহার করা যায় । এই ওষুধের বাহ্যিক ব্যবহার এর জন্য মলম ও পাওয়া যায়।অতিরিক্ত কায়িক পরিশ্রমে মাংস পেশী ও সা রা শরীরে ব্যথা হলে কিংবা রোগভোগে দীর্ঘ দিন শুয়ে থাকার জন্য বেড সোরে আর্নিকা ব্যবহার করা হয়।
আঘাতে চোখের চারপাশে কালশিটে পড়লে ও ভিতরে রক্ত জমে গেলে আর্নিকার থেকে ভালো রেমিডি আর হতেই পারেনা।
হোমিও প্যাথি ওষুধের গায়ে শক্তি মাত্রা লেখা থাকে। আঘাত জনিতর জন্য ৬,৩০, ও ২০০ শক্তি ব্যবহার করা যেতে পারে। দিনে তিন থেকে ছয় বার দিতে পারেন । প্রয়োজনে চিকিৎ সকের পরামর্শ নিন।
ধন্যবাদ সহ
ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এম ,ও)
বগুলা, নদিয়া.৩১/৮/২০
No comments:
Post a Comment