Sunday, November 5, 2023

জীয়ন কাঠি

 জীয়ন কাঠি


     জীয়ন কাঠি জীয়ন কাঠি

ছোঁয়াও দেখি একবার,

ঘুমের থেকে উঠে দেখি

কেমন আছে চরাচর।




সকাল বেলা জানলা খোলা

ঘুঘু ুডাকে বারে বার,

শালিক খায় দানা ছোলা

শিউলি ছড়ায় গন্ধ তার।


কাজের মাসি আসলো ভোরে

কুকুর করে চিৎকার,

থালা বাসন ভাতের হাঁড়ি

নোংরা জলে একাকার।


জীয়ন কাঠি জীয়ন কাঠি 

জাগাও দেখি একবার,

নুতন করে বাঁচতে শিখি

হাসতে থাকুক আপন পর।



ডা; কাজল কুমার বক্সী

বগুলা, নদীয়া,

৩/১১/২০২৩









No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...