Monday, November 13, 2023

ছায়া

 ডাঃ কাজল কুমার বক্সী💖💖


টান টান এক প্রলম্বিত কালো ছায়া প্রকাশ্য রাজ পথে শুয়ে।দোমড়ানো পাকানো সরু একটা মানুষ তাকিয়ে আছে নীচে বিপরীতে। কাকে যেন চিনে নিতে, বুঝে নিতে চাইছে।কত শত জীবনের হারানো টানা -পোড়েন।অকথ্য অত্যাচারের পান্ডূলিপিতে আথালি-পাথালি চোখ বারে বারে ফেরে।বিশ্বাস ঘাতকদের নখের আঁচড়ে ক্ষত বিক্ষত তাঁর  ছায়ার অবয়বে।মানুষটি কি চিনতে পারছে  তাঁর প্রতিবিম্বকে। মেনে নিতে কষ্ট হচ্ছে শরীরের ভাষায় সেটা বোঝা যাচ্ছে।ছায়াটা যে তাঁরই ,তবে পঞ্চাশ বছরের পুরাতন জরাজীর্ণ এক রৌদ্র ছায়া। আজকে চওড়া এক রাজ পথে একা অপেক্ষায় ।আজকে নীতা আসবে । আর তাঁর ক্লেদাক্ত ছায়া দেহ এক নিমেষে হারিয়ে যাবে অজানা কোনো ছায়া পথে।💕💕



সুন্দর বন
বাঁকুড়া



No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...