শুভ সংবাদ |
শুভ সংবাদ, শুভ সংবাদ ।আগামি কাল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী যুক্ত সুখ বিলাস পন্ডিত এই গ্রামে পদার্পন এবং গ্রাম পরিদর্শন করিবেন। মাননীয় মন্ত্রী মহাশয়েরএই শুভ আগমন হেতু এই গ্রামের সকল রাস্তা ঘাট ,খানা খন্দড় মেরামত এবং রাস্তার দুই পার্শ্বের যত গাছ পালা পরিস্কার করা হইবে। গ্রাম বাসীর যাতায়াত এর অসুবিধা ও সার্বিক কল্যানের কথা ভেবে আমরা আজ রাত্রেই সুদুর বহরম পুর থেকে ভুতেল শ্রমিক আনয়ন করিয়া সমস্ত কাজ সম্পন্ন করিবো। অতি প্রত্যুষে মন্ত্রী মহোদয়ের গতি পথ গঙ্গা জল দিয়া ধৌত ও শুদ্ধি করণ করা হইবে। আশা করি আপনারা এই কাজে আমাদের সঙ্গে সম্পূর্ন সহযোগিতা করিবেন।
শুভ সংবাদ শুভ সংবাদ........................।
আপনাদের আরো জানানো যাইতেছে যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গ্রামে পাঁচটি শৌচালয় উদ্বোধন করিবেন ও গ্রাম বাসিকে বিশেষ ভাবে পুরস্কার দিয়া সম্নানিত করিবেন।আমরা এই বিশেষ দিনটিকে স্মরন রেখে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা করিয়াছি । অনুষ্ঠানের প্রথমে রবীন্দ্র সংগীত , দুপুরে হিন্দি এবং সন্ধ্যায় বিহার থেকে আগত ভোজ পুরী শিল্পীর সংগীত পরিবেশিত হইবে।
আরো জানানো যাইতেছে যে, যাহাদের গৃহে পুষ্প উদ্যান রহিয়াছে তাঁহারা দয়া করিয়া পুষ্প চয়ন করিয়া রাখিবেন।মাননীয় মন্ত্রীর শুভ যাত্রা কালে সকলে মিলিয়া পুষ্প বৃষ্টি করিবেন এবং উলুধ্বনি ,শাঁখ বাজাইবেন।
শুভ সংবাদ, শুভ সংবাদ............।।
ও ভাইপো ....।তুমি একটু দাঁড়াবে । কাকা আমাকে ভাইপো বলবেন না ,ভাইপো বললে এখন অনেক কিছু বোঝায়। বলবেন ভাইব্যাটা।
কি বলছিলেন কাকা?
বলছি তুমি মাইকে বললে মন্ত্রী মহোদয় গ্রামে আসবেন, শুনে খুব ভালো লাগলো,তারপরে শুনলাম শৌচালয় হবে সেটাও ভাল । কিন্তু শৌচালয়ে গ্রামের মানুষ পায়খানা করবেতো?
-কাকা ,সেটা পরে দেখা হবে। আর একটা কথা বলছি , অনুষ্ঠান শেষ কি বাংলা জল পাওয়া যাবে তো?
কাকা সব পাওয়া যাবে।এপার বাংলার জল ওপার বাংলার জল সব থাকবে। দুই বাংলা মিলে মিশে এখন একাকার ।
-তার পর ভোজপুরী নৃত্য কি ব্যাটা ছেলে নাকি মেয়ে ছেলে করবে?
- কাকা, ব্যাটাছেলে করবে কেন? মহিলারা করবে। কিন্তু কাকা তুমি লুঙ্গি ভালো করে বেঁধে যেও ,বলা তো যায়না লুঙ্গি খুলে যেতে পারে।
যাও ভাইব্যাটা এগিয়ে যাও।
মন্ত্রী মহোদয়ের ভাষন পরের রবিবার লেখা হবে।
No comments:
Post a Comment