Wednesday, May 5, 2021

পথ


                          পথ
ডাঃকাজল কুমার বক্সী(এইচ,এম,ও)

ঢাউশ রাস্তাটা বড্ড সুন্দর বানিয়েছোতো হে রাজন,
কঠিন কালো পিঠ বেয়ে চলে শবের শকট।নিস্পেষিত কোনো যূবকের পিঞ্জরে
                                                  দেখ ফুটেছে লাল টকটকে কৃষ্ণ চূড়া।
হে রাজন, সীমাহীন এই প্রশস্ত রাজ পথে সবুজেরা কেমন অভ্যর্থনা জানায় তোমাকে।

রিক্ত ক্লিষ্ট মানুশের দল কুয়াশায়  ঢেকেছে মুখ মোড়ে মোড়ে।


ভারী অপরুপ এই রাস্তার মসৃনতার ধারা। ।লজ্জা পেয়েছে আজ তোমার ছায়া সঙ্গীনিরা ।
সন্তান হারা কোনো মা  আবার এই পথেই কেমন দিশাহারা।

পিল পিল করে চলেছে কালো চাকার সারি।
পলাশ সোনা ঝুরি ফুল বিছিয়েছে তাদের কোমল শরীর।
উলঙ্গ ছেলে তোমার চুমুর অপেক্ষায় বসে আছে বুঝি।

হাতে গুন্তে গুন্তে যাও ঘর হারাদের ছাই গাদা

হলুদ করবীর ছায়ায় বল জীবনের এই পথ বড্ড মায়া ময়।

হে রাজন ,পথে বসা শূন্য হাতে অজানা কত মানুষ,
তোমারি যত্নে তৈরী রাস্তায় , তোমারি রাজ্য পাটে,
জরা জীর্ন বাতাস ঠেলে উঠে নিভে যায় কত স্বপ্নের  ফানুস।

এই পথে নেচে নেচে চলে গাঁয়ের বধূরা নব জীবনের গানে
পোড়া বই আর খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে তোমারি প্রজন্ম
দলে দলে মানুষ ছুটে চলে এই পথে খই  বাতাসা নিয়ে ।
 
                                                   



         

Monday, April 26, 2021

বিষণ্ণ

                                                                                   বিষন্ন শহর
ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এম ,ও)

বিষণ্ণতায় জুবুথুবু অতি চেনা শহর,
রাজ পথে শোণিতের পদ চিহ্ন।
বিজয় রথ আতঙ্ক ধূম্র জালে নি শ্চল।



সমাজ সমারোহ অনাহুত আগন্তুক।
প্রবাসী বিস্মৃত নিজ আপন নীড়।
গভীর দাগ ফেলে যায় অধিকারের চাবুক।

ঘুম ভাঙ্গানীয়া দোয়েলের শিস
সবেদা ফুলের ভোরের মৌমাছি গুন গুন।
অদৃশ্য বাতাসে বারুদের সাদা ঘন বিষ।

এক বালতি জলে মুছে যায় জীবনের শে ষ দাগ।
হুংকারে তান্ডবে আঙ্গুলের কালি ঝলকায়,
দিন বদলে গলে যায় জমানো কঠিন রাগ।

প্র ণম্য গণতন্ত্রের ধূলি মাখা শ রীর
গরুর দুধের বদলে পাতলা মাড়  ভাত। 
অচেনা সবাই ,মুখে মুখে রঙ বেরঙ্গের আবির।















Friday, April 16, 2021

ডুব

ডুব

ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)

ডুব  দিয়েছে  গোল সূর্যি🌄🌅

ডুব দিয়েছে পান  কৌড়ি,

ঘোমটা টেনে  কুসুম রঙের

বসে আছে  জুঁই বাউড়ি।





ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆

ডুব দিয়েছে সোনা মানিক,

ছায়ার কোলে মাছের খেলা

সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦


🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ

ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍

একটা শালুক ভাসছে দেখি

মাছ রাঙ্গাতে দিচ্ছে  ঝাঁপ।🐦


ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙

ডুব দিয়েছে হাজার তারা,

টলটলে জল একটা পুকুর

হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞





Friday, March 12, 2021

বাঘের ছাও

বাঘের ছাও🐯🐯

ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এ্‌ম ও )

💊💊

ছোট্ট একটা টিনের নাও🛥🛥🛥🛥

চড়তে এলো বাঘের ছাও।

মাসির পোলা ঘোরে ফেরে

নাও ভেড়ে না কোনো তীরে।

ভয়ে মরে ছানার বাবা ,

চোখ হয়েছে ড্যাবা ড্যাবা।

পূব আকাশে উঠল ঝড়,

পড়ল বাজ কড়াত কড়।


বনের পশুর সাহস দেখে🐯🐕🐕

কুকুরগুলো উঠল ডেকে।

বাঘের ছাও আপন মনে

নৌকা বায় সোতের পানে।

হঠাৎ করে একি  হল,

নৌকা খানা উলটে গেল।


দিচ্ছে সাঁতার বাঘের  ছাও ,

হারিয়ে গেল টিনের নাও।।🛥🛥






Thursday, March 4, 2021

প্রত্যাশা

প্রত্যাশা🍂🌼

ডাঃ কাজল কুমার বক্সী

                    (এইচ,এম, ও )

ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা,

কালো বোরখায় ঢেকেছে মুখ।

ঘুম চলে গেছে খিড়কি খুলে ।

বিরহের দুটো ক্রিম বিস্কুট

আর বৈধব্যের গ্লূকোজ সরবত হাতে।🌸


তুমি যে আসবে বলে ছিলে,

রাত্রের শেষ ট্রেনটাও মিলিয়ে গেল ওই সীমান্তে,

নিজের হাতেই লিখেছি ভালোবাসার কবিতা।

আয়নায় দেখেছি মুখ বারে বারে ।🌸

কিন্তু কোথায় হারালে তুমি?

ভোরের নুতন আলোর দল

ছোট্ট জানলায় আছড়ে পড়ে এক সাথে।

নীরবতা ভাঙে কালো কাকের কর্কশ স্বরে,

নিষ্ফল প্রত্যাশা ফিঁকে হয়ে আসে

 নুতন কোনো রঙিন প্রতীক্ষার মোড়কে।🌸




 🍁🍁🌿

Tuesday, March 2, 2021

বৃষ্টি

ডাঃ কাজল কুমার বক্সী

তুমি বলেছিলে    
বৃষ্টি নামাওতো দেখি কেমন পারো।
অদম্য তৃষ্ণার জলটুকু
যদি না পার দিতে।

বৃষ্টি এসেছিলো
তোমার চলে যাওয়ার শেষ চিহ্ন মুছে।
ফিরে না আসার 
বেদ বাক্য জানিয়ে।

বৃষ্টি আসে 
 বৃষ্টি থেমেও যায়।
শীতলতার চাদর মুড়ি দিয়ে
বারিপাতের মেলোডি শুনতে শুনতে
শুকনো ঠোট গুলো ভিজিয়ে নিই।
বাইরে নরম কাঁদা মাটিতে গড়াগড়ি খায়
স্নাত খয়েরি পালকের এক গাঙ শালিক।


 

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...