Friday, April 16, 2021

ডুব

ডুব

ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)

ডুব  দিয়েছে  গোল সূর্যি🌄🌅

ডুব দিয়েছে পান  কৌড়ি,

ঘোমটা টেনে  কুসুম রঙের

বসে আছে  জুঁই বাউড়ি।





ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆

ডুব দিয়েছে সোনা মানিক,

ছায়ার কোলে মাছের খেলা

সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦


🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ

ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍

একটা শালুক ভাসছে দেখি

মাছ রাঙ্গাতে দিচ্ছে  ঝাঁপ।🐦


ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙

ডুব দিয়েছে হাজার তারা,

টলটলে জল একটা পুকুর

হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞





Friday, March 12, 2021

বাঘের ছাও

বাঘের ছাও🐯🐯

ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এ্‌ম ও )

💊💊

ছোট্ট একটা টিনের নাও🛥🛥🛥🛥

চড়তে এলো বাঘের ছাও।

মাসির পোলা ঘোরে ফেরে

নাও ভেড়ে না কোনো তীরে।

ভয়ে মরে ছানার বাবা ,

চোখ হয়েছে ড্যাবা ড্যাবা।

পূব আকাশে উঠল ঝড়,

পড়ল বাজ কড়াত কড়।


বনের পশুর সাহস দেখে🐯🐕🐕

কুকুরগুলো উঠল ডেকে।

বাঘের ছাও আপন মনে

নৌকা বায় সোতের পানে।

হঠাৎ করে একি  হল,

নৌকা খানা উলটে গেল।


দিচ্ছে সাঁতার বাঘের  ছাও ,

হারিয়ে গেল টিনের নাও।।🛥🛥






Thursday, March 4, 2021

প্রত্যাশা

প্রত্যাশা🍂🌼

ডাঃ কাজল কুমার বক্সী

                    (এইচ,এম, ও )

ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা,

কালো বোরখায় ঢেকেছে মুখ।

ঘুম চলে গেছে খিড়কি খুলে ।

বিরহের দুটো ক্রিম বিস্কুট

আর বৈধব্যের গ্লূকোজ সরবত হাতে।🌸


তুমি যে আসবে বলে ছিলে,

রাত্রের শেষ ট্রেনটাও মিলিয়ে গেল ওই সীমান্তে,

নিজের হাতেই লিখেছি ভালোবাসার কবিতা।

আয়নায় দেখেছি মুখ বারে বারে ।🌸

কিন্তু কোথায় হারালে তুমি?

ভোরের নুতন আলোর দল

ছোট্ট জানলায় আছড়ে পড়ে এক সাথে।

নীরবতা ভাঙে কালো কাকের কর্কশ স্বরে,

নিষ্ফল প্রত্যাশা ফিঁকে হয়ে আসে

 নুতন কোনো রঙিন প্রতীক্ষার মোড়কে।🌸




 🍁🍁🌿

Tuesday, March 2, 2021

বৃষ্টি

ডাঃ কাজল কুমার বক্সী

তুমি বলেছিলে    
বৃষ্টি নামাওতো দেখি কেমন পারো।
অদম্য তৃষ্ণার জলটুকু
যদি না পার দিতে।

বৃষ্টি এসেছিলো
তোমার চলে যাওয়ার শেষ চিহ্ন মুছে।
ফিরে না আসার 
বেদ বাক্য জানিয়ে।

বৃষ্টি আসে 
 বৃষ্টি থেমেও যায়।
শীতলতার চাদর মুড়ি দিয়ে
বারিপাতের মেলোডি শুনতে শুনতে
শুকনো ঠোট গুলো ভিজিয়ে নিই।
বাইরে নরম কাঁদা মাটিতে গড়াগড়ি খায়
স্নাত খয়েরি পালকের এক গাঙ শালিক।


 

Saturday, October 17, 2020

উদ্দীপ্তা

                                               
                 (১)
যে কাগজের  নৌকা গুলি
আমি  অসীম সমুদ্রে ভাসিয়ে  ছিলাম,
তারা আর  ফিরে আসেনি কোনদিন  বন্দরে বন্দরে।
পৃথিবীর সব সমুদ্রে খুঁজি ফিরি নিঃসীম নীরবতায়।
চারি পাশে পরিত্যক্ত  আবর্জনার  স্তূপ
অগুনিত বিচিত্র পায়ের ছাপের  কারুকার্য ।
তবুও আমি অন্তহীন   প্রতিক্ষায়  আছি চেয়ে।

কবিতার রাশি ভরা  সাদা নৌকা  গুলো,
স্বপ্নের হীরে মানিক বোঝাই বাক্স  প্যাট্রা
আর গোপন কুঠুরিতে লুকানো
উদ্দীপ্তার আঁকা  অসংখ্য ছবির কোলাজ।
সব কিছুই ফিরে পেতে চাই  আমি
অজানা মোহনায় , ছোট্ট কোন ধূঁ ধূঁ  বালির  দ্বীপে।

হয়তো  মাঝ দরিয়া  গুলোতে ওরা সব  ভেসে  ভেসে
কিংবা হারিয়ে গেছে  চিরতরে একেবারে।
কতশত জেলে ডিঙি  ডুবে যায় কাল বৈশাখীর  ঝড়ে।
কোনো বীর ক্যাপ্টেন শেষ যাত্রী নামিয়ে ভাসায় নিজেকে,
গোটা  বিমান  সমাধিতে যায় চলে শীতল সমুদ্র জলে।
স্বপ্নের মায়া ভরা কবিতা গুলো  চাই  আবারো আমার
উদ্দীপ্তার আঁকা  পোর্টেট  গুলো শুকাতে চাই  মিষ্টি রোদের  তাপে।

অপগতা উদ্দীপ্তার   আত্মায় নিজেকে  দেখি বারে বারে
আমার জীয়ন কাঁঠি মরন কাঠিঁ  রাঙানো তার রঙে।
পাল  তোলা   নৌকা গুলো  জানি  ফিরবে না  কোন দিন আর
ছন্দ আর রঙের  খেলায় মাতবে না  কোন  নির্জ ন  তট ভূমি,
সাত  সমুদ্র তেরো নদীর পাড়ে দিশেহারা  একান্ত একা আমি
নতজানু   অভিশপ্ত   উত্তপ্ত বালু চরে অজানা অভিশাপে ।


( উদ্দীপ্তা বলে  কেউ  নেই কিংবা জানা  নেই আমার । কিন্তু তাঁকে ঘিরে তিনশো  কবিতা  লেখা  ছিলো  ,সেই গুলো  ধীরে ধীরে প্রকাশ  করবো। জানিনা সেগুলো পাঠ যোগ্য হবে কিনা।  সবাইকে  ধন্য বাদ জানিয়ে  উদ্দীপ্তা র  জন্য এগিয়ে যেতে চাই)



ডাঃ কাজল কুমার বক্সী
 বগুলা , নদিয়া















Tuesday, October 13, 2020

শাশ্বত

 

                                         শাশ্বত

                                   ডাঃ কাজল কুমার  বক্সী (এইচ, এম,ও)


এক   মৃত মানুষের পা  চুঁইয়ে

গলে গলে পড়ছে  আট পৌরে স্বপ্নের মেদ।

হালকা হচ্ছে নিঃশব্দে পালিশ মার্বেল পাথর।


জিব ফেটে বেরিয়ে আসে লিপ্সার লালা রস,

আবছা  ছায়া ফেলে  দাঁড়িয়ে  আত্ম ভোলা মানুষের দল,

রাস্তায় এক কোণে ফুল ফোটায় কদম প্রতিটা বছর।


জীবন বীমার শেষ কিস্তি টা মিটিয়ে 

হলদে গলদা চিংড়ির ঝোল টুকু ছিল বাকি,

খোলা  জালানায় নরম আলোয় হারালো জীবন।


নিঃশেষিত যেন সমস্ত কিছু কৃষ্ণ গহবরে,

ফেরায় না কিছুই ,শুধু ভয়ানক শূন্যতা।

রাতের রজনী গন্ধার সুরভীতে নি শ্চল একান্ত  আপন জন।


সাজানো বাসরে ছিল শাশ্বত ছিদ্রের  চুল চেরা হিসাব,

বিষের থলিতে ভরা  ছিল মৃত্যুর পরোয়ানা

খেয়াল রাখেনি সদা ব্যস্ত অতি চেনা শহর।


ব্যালকনির  খাঁচায়  ঝোলে নিঃসঙ্গ  লাল ঠোটী  টিয়া,

শরীর থেকে খুলে খুলে যায় নাগপাশের  যত বাধন,

কোথাও আবার  স্ফীত হয়  নুতন আবৃতা  মাতৃ জঠর।


ধন্য  বাদ সহ

ডাঃ কাজল কুমার বক্সী

বগুলা ,নদিয়া,

kkbakshi.blogspot.com














ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...