ডাঃ কাজল কুমার বক্সী💖💖
HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Monday, November 13, 2023
ছায়া
Sunday, November 5, 2023
জীয়ন কাঠি
জীয়ন কাঠি
জীয়ন কাঠি জীয়ন কাঠি
ছোঁয়াও দেখি একবার,
ঘুমের থেকে উঠে দেখি
কেমন আছে চরাচর।
সকাল বেলা জানলা খোলা
ঘুঘু ুডাকে বারে বার,
শালিক খায় দানা ছোলা
শিউলি ছড়ায় গন্ধ তার।
কাজের মাসি আসলো ভোরে
কুকুর করে চিৎকার,
থালা বাসন ভাতের হাঁড়ি
নোংরা জলে একাকার।
জীয়ন কাঠি জীয়ন কাঠি
জাগাও দেখি একবার,
নুতন করে বাঁচতে শিখি
হাসতে থাকুক আপন পর।
ডা; কাজল কুমার বক্সী
বগুলা, নদীয়া,
৩/১১/২০২৩
Subscribe to:
Posts (Atom)
ভোটা চাটনি
ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই? ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...
-
বিবাগী বৃষ্টি ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও ) যাক বৃষ্টিরা এ বছরের মতো খাল,বিল ,নদী নালা টই টম্বুর করে শব্দ হারা একলা বিবাগী। আলো মতীর খে...
-
ও আপন ভোলা নদীরে তুই আয়-আয়-আয়। ঘোমটা দিয়ে আমার বউটি আমার👩👩 যায়-যায়-যায়। ও হলদে পাখি একটি বার,🐦🐦🐦 ডাক-ডাক-ডাক। ওই দেখা যায় চিকিয়ে ওঠে,...