ূসুন্দর বনের কথা যখন মনে পড়ে তখন আর একটি প্রাণীর কথা বিশেষ ভাবে উল্লেখ করতেই হয় যার নাম রয়েল বেঙ্গল টাইগার।কিন্তু প্রায়ই শোনা যায় বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। ঘন সবুজ ম্যানগ্রোভ এখানে পরিবেশ রক্ষায় অতি গুরত্ব পূর্ন ভূমিকা পালন করে।সুন্দরি, গরান, গেওয়া, হেতাল গাছের আড়ালে আড়ালে মৃত্যুর হাতছানিও কম নয়। তাই একটি ছড়া ।
বাঘ ও বড় বাবু
ডাঃ কাজল কুমার বক্সী
কাঁদা পায়ে বাঘ ভায়া
ঢুকে পড়ে গোয়ালে
খপ করে বাছুরটা
নিয়ে গেল আড়ালে।
জালে ঘেরা বাড়ি গুলো
শুন শান পাড়াটা
কুল কুল নদীটা।
বাঘ মামা মাঝ রা্তে
চুপি চুপি আসছে
ভয়ে কাঁটা ছেলে বুড়ো
সারা রাত জাগছে।
একদিন কিযে হল
বুঝে গেল সকলে
জন্তুটা এসে গেছে
ডাক পাড়ে ছাগলে।
হই হই রই রই
লাঠি সটা বন্দুক
শয়ে শয়ে লোকজন
বুক করে ধুক পুক।
চোখ গুলো গোল গোল
দুটো দাঁত বেরিয়ে
ডোরা কাটা বাকা লেজ
সোজা আছে তাকিয়ে।
বড় বাবু তাক করে
দুই নলা উচিয়ে
ইয়া বড় শার্দূল
ঝোপে আছে লুকিয়ে।
দুম দুম গুলি ছোটে
লাগছেনা গায়েতে
বারে বারে হাত কাপে
জোর কমে পায়েতে।
ওই খানে ওই খানে
শুরু হল চ্যাচানি
খিদে পেটে চার পেয়ে
ফিরে দেখি ভয়ে ভয়ে
বড় বাবু মাটীতে
চিৎ হয়ে পড়ে আছে
বাঘ মামার মুখেতে।
এক দিন খাঁচা পেতে
ধরা হল ওটাকে
ঘন বনে ছাড়া হোলো
ভয় গেলো পলকে।
বগুলা ,নদিয়া।
No comments:
Post a Comment