জীর্ণ অবয়ব
ডাঃ কাজল কুমার বক্সী
স্বপ্ন ঘোর অতীত,
অক্টোপাসের মত জড়িয়ে নিষ্টুর মূল উপমূল।
সমকালের গতিময় জীবনের কোলাহলে
একাকী নিঃশ্চূপে।
অমলিন নুতন সবুজ পাতারা
স্বগর্বে নিজেকে সপেছে সূর্যালোকে।
পরাভূত জরা ভয়াল নিষ্পেষনে আবৃত
চিরকালের অতি চেনা নাগপাশে।
অবহেলিত অকৃত্রিম সাক্ষী,
দুটি হলুদ ঠোটের গাঙ্গ শালিকের সাবলীল সংসারে
নিজেকে খুঁজে পায় বারে বারে
হারানো আনন্দ ঘন নহবতের সুরে।
জারি হয়ে যায় যদি নোটিশ কখনো
হাতুড়ী ছেনির আঘাতে আঘাতে
বেদনাতুর হব জানি
এই ভঙ্গুর ক্ষয়িষ্ণু অবয়বে।
মনে রেখ অবলুপ্ত হতে চলা এই আমাকে,
ফিরতি পথের অকস্মাৎ দৃষ্টিপা্তে
নিঃশেষিত রঙ্গিন কলেবরহীন
এক অজানা শহরের পথিক হিসাবে।
বগুলা, নদীয়া
ছবি- রানাঘাট পাল চৌধূরী জমিদার বাড়ি.১৩/১১/২০১৯
সমকালের গতিময় জীবনের কোলাহলে
একাকী নিঃশ্চূপে।
অমলিন নুতন সবুজ পাতারা
স্বগর্বে নিজেকে সপেছে সূর্যালোকে।
পরাভূত জরা ভয়াল নিষ্পেষনে আবৃত
চিরকালের অতি চেনা নাগপাশে।
অবহেলিত অকৃত্রিম সাক্ষী,
দুটি হলুদ ঠোটের গাঙ্গ শালিকের সাবলীল সংসারে
নিজেকে খুঁজে পায় বারে বারে
হারানো আনন্দ ঘন নহবতের সুরে।
জারি হয়ে যায় যদি নোটিশ কখনো
হাতুড়ী ছেনির আঘাতে আঘাতে
বেদনাতুর হব জানি
এই ভঙ্গুর ক্ষয়িষ্ণু অবয়বে।
মনে রেখ অবলুপ্ত হতে চলা এই আমাকে,
ফিরতি পথের অকস্মাৎ দৃষ্টিপা্তে
নিঃশেষিত রঙ্গিন কলেবরহীন
এক অজানা শহরের পথিক হিসাবে।
বগুলা, নদীয়া
ছবি- রানাঘাট পাল চৌধূরী জমিদার বাড়ি.১৩/১১/২০১৯