Tuesday, July 18, 2023

হারায় যে নদী।

 হারায় যে নদী।

ডা:কাজল কুমার বক্সী

হারায় যে নদী অসহ অবহেলায় পলে পলে,

খুঁজি ফিরি বারে বারে পূতিগন্ধ অন্ধকারে।

দেখিনা মুখচ্ছবি কাক চক্ষু জলের হাহাকারে।

উৎস মুখ বন্ধ করা সেই নদী শুকায় অনাদরে।

এখনোতো শোনা বাকি কত গল্পগাঁথা সুখে তাপে,

মলিন ছায়ারা আজও কেঁদে যায় বারে বারে।

মাছরাঙা গাঙ্গ চিল ওড়েনা আর বুক চিরে। 


হারায় যে নদী অদম্য লোভের যাঁতা কলে,

আবর্জনার বেড়াজালে একা থাকে মৃত্যু কোলে।

নিত্যদিনের ছিঁড়ে খাওয়া নদীর বাকে বাকে, 

আমাদের  স্বপ্নেরা মরে চুপিসারে নিরাহারে। 

চিরচেনা বিলীন নদী তবু ডাকে  ইশারাতে,

পাড় দিয়ে হেটে চলি কখনো নিদারুন সন্তাপে।

Anjana river


Subarna rekha river 



No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...