Monday, April 26, 2021

বিষণ্ণ

                                                                                   বিষন্ন শহর
ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এম ,ও)

বিষণ্ণতায় জুবুথুবু অতি চেনা শহর,
রাজ পথে শোণিতের পদ চিহ্ন।
বিজয় রথ আতঙ্ক ধূম্র জালে নি শ্চল।



সমাজ সমারোহ অনাহুত আগন্তুক।
প্রবাসী বিস্মৃত নিজ আপন নীড়।
গভীর দাগ ফেলে যায় অধিকারের চাবুক।

ঘুম ভাঙ্গানীয়া দোয়েলের শিস
সবেদা ফুলের ভোরের মৌমাছি গুন গুন।
অদৃশ্য বাতাসে বারুদের সাদা ঘন বিষ।

এক বালতি জলে মুছে যায় জীবনের শে ষ দাগ।
হুংকারে তান্ডবে আঙ্গুলের কালি ঝলকায়,
দিন বদলে গলে যায় জমানো কঠিন রাগ।

প্র ণম্য গণতন্ত্রের ধূলি মাখা শ রীর
গরুর দুধের বদলে পাতলা মাড়  ভাত। 
অচেনা সবাই ,মুখে মুখে রঙ বেরঙ্গের আবির।















Friday, April 16, 2021

ডুব

ডুব

ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)

ডুব  দিয়েছে  গোল সূর্যি🌄🌅

ডুব দিয়েছে পান  কৌড়ি,

ঘোমটা টেনে  কুসুম রঙের

বসে আছে  জুঁই বাউড়ি।





ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆

ডুব দিয়েছে সোনা মানিক,

ছায়ার কোলে মাছের খেলা

সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦


🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ

ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍

একটা শালুক ভাসছে দেখি

মাছ রাঙ্গাতে দিচ্ছে  ঝাঁপ।🐦


ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙

ডুব দিয়েছে হাজার তারা,

টলটলে জল একটা পুকুর

হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞





ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...