HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Saturday, October 17, 2020
উদ্দীপ্তা
Tuesday, October 13, 2020
শাশ্বত
শাশ্বত
ডাঃ কাজল কুমার বক্সী (এইচ, এম,ও)
এক মৃত মানুষের পা চুঁইয়ে
গলে গলে পড়ছে আট পৌরে স্বপ্নের মেদ।
হালকা হচ্ছে নিঃশব্দে পালিশ মার্বেল পাথর।
জিব ফেটে বেরিয়ে আসে লিপ্সার লালা রস,
আবছা ছায়া ফেলে দাঁড়িয়ে আত্ম ভোলা মানুষের দল,
রাস্তায় এক কোণে ফুল ফোটায় কদম প্রতিটা বছর।
জীবন বীমার শেষ কিস্তি টা মিটিয়ে
হলদে গলদা চিংড়ির ঝোল টুকু ছিল বাকি,
খোলা জালানায় নরম আলোয় হারালো জীবন।
নিঃশেষিত যেন সমস্ত কিছু কৃষ্ণ গহবরে,
ফেরায় না কিছুই ,শুধু ভয়ানক শূন্যতা।
রাতের রজনী গন্ধার সুরভীতে নি শ্চল একান্ত আপন জন।
সাজানো বাসরে ছিল শাশ্বত ছিদ্রের চুল চেরা হিসাব,
বিষের থলিতে ভরা ছিল মৃত্যুর পরোয়ানা
খেয়াল রাখেনি সদা ব্যস্ত অতি চেনা শহর।
শরীর থেকে খুলে খুলে যায় নাগপাশের যত বাধন,
কোথাও আবার স্ফীত হয় নুতন আবৃতা মাতৃ জঠর।
ধন্য বাদ সহ
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা ,নদিয়া,
kkbakshi.blogspot.com
Tuesday, October 6, 2020
গান ।
গান
ডাঃ কাজল কুমার বক্সী
সেই যে তোমাকে গান শুনিয়ে ছিলাম,
ক্লান্ত মানুষের ভীড়ে ফিরতি পথে ট্রেনের কামরায়।
যখন সরষেরা হলদে জামদানি আঁচল মেলেছে
সীমাহীন প্রান্তরে দলে দলে নিশ্চূপে।
তরতাজা বছর গুলো শুকনো পাতারা নিয়ে গেছে বয়ে,
ডুলুং নদীর ছোট ছোট ঢেউ আজও রোদে চিকমিক্।
রঙ বে রঙ্গের নুড়ীতে নুড়ীতে মৃদু তালের ছন্দ।
ফিন ফিনে মসলিন কুয়াশায় আচ্ছন্ন স্মৃতি।
আমি আজও সেইখানে বসে একাকী সন্তাপে।
সোনালী বালি খুঁড়ে খুঁড়ে জল তোলে মেয়েরা,
নেশাতুর মহুয়া ফুলের উগ্র দম্কা হাওয়া,
পায়রার মাংস আর সাদা হাড়ীয়া সাজানো নিকানো উঠোনে,
হারানো সুরের তরঙ্গ দোলায় নিশ্চল শাল প্রহরীর সারি।
পূজো লেগেছে ন্যাড়া পাহাড়ের চূড়োয় ।
ছোট ছোট লাল ঘোড়া নিয়ে চনমনে মানুষের ঢল,
মিষ্টি রসে ভেজা বড় বড় হলদে জিলিপিরি ঘ্রান
সবুজ পাতায় মোড়া মুচ মুচে সুস্বাদু তেলে ভাজা
আর এই পথেই চলে যায় যত বাহারি ফুল পরী।
অর্ন্তবাহী স্রোত ধারায় কালের সময় মিলায়
কোথাও যেন শুনতে পাই সুরেলা গানের সেই রেশ।
উপুড় করা আকাশে তারা বাজির ফুলকি ছড়ানো
ঝম্ ঝমিয়ে রাতের ট্রেন চলে যায় অন্ধকার ঠেলে।
নুতন করে গান শোনানো হলনা আর তোমাকে,
বিশ্বের হাড় হীম করা ব্যাধির ত্রাস কড়া নাড়ল দুয়ারে
তুমি বললে ''আসছি আমি, তুমি এসো পরে ''
অমানিশার কালো একলা খেলে ডুলুং এর শীতল জলে।
বগুলা ,নদিয়া
Thursday, October 1, 2020
লাল পুকুর।
লাল পুকুর
ডাঃ কাজল কুমার বক্সী
হঠাৎ দেখি লাল পুকুরে
জল শুকিয়ে কাঠ,
ঝাঁকড়া মাথায় তালের সারি
সবুজ ভরা মাঠ।
গুগ্লি খোঁজে চুনা মান্ডি
আপন মনে একা,
দুপুর বেলা গরম হাওয়া
হলদে কাজু পাকা।
কাঁকড় ঝরে ঝুর ঝুরিয়ে
উচু পুকুর পাড়,
শেয়াল বেরোয় গর্ত থেকে
সাদা কাশের ঝাড়।
মাথায় নিয়ে কাঠের বোঝা
সাঁওতালী এক মেয়ে,
বন পেরিয়ে ফিরছে ঘরে
রুপোর নূপুর পায়ে।
হৃদ জুড়ানো ধানের ক্ষেত
মহুয়া ফুলের রাশি,
গায়ের ছেলে একলা বসে
বাজায় বাঁশের বাঁশি।
ঘর পালানো ছেলের দল
গল্প করে বসে,
গাছের ডালে ডাকছে ঘুঘু
গঙ্গা ফড়িং ঘাসে।
লাল পুকুরের গল্প গাঁথা
ফুরায় নাকো কভু
দিনের শেষে আধাঁর নামে
প্রদীপ নিভু নিভু।
ডা; কাজল কুমার বক্সী
বগুলা, নদীয়া।
ভোটা চাটনি
ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই? ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...
-
বিবাগী বৃষ্টি ডাঃ কাজল কুমার বক্সী(এইচ,এম,ও ) যাক বৃষ্টিরা এ বছরের মতো খাল,বিল ,নদী নালা টই টম্বুর করে শব্দ হারা একলা বিবাগী। আলো মতীর খে...
-
ও আপন ভোলা নদীরে তুই আয়-আয়-আয়। ঘোমটা দিয়ে আমার বউটি আমার👩👩 যায়-যায়-যায়। ও হলদে পাখি একটি বার,🐦🐦🐦 ডাক-ডাক-ডাক। ওই দেখা যায় চিকিয়ে ওঠে,...