Friday, January 31, 2020

স্বপ্ন

                         স্বপ্ন

                                        ডাঃ কাজল কুমার বক্সী


সব গাছেতেই দিলেম ঝাকি 
বেল গাছটায় বাকি,
টুপুস করে পড়লো বেল
চাঁদি ফাটলো নাকি?

সব ফুলেরই গন্ধ শুঁকি
শিমূল ফুলটায় বাকি
পথের উপর ঝরলো  শিমূল
কুড়িয়ে নিল খুকি।

সব বাগানেই মারছি উঁকি
 পেয়ারা বাগান বাকি
মুঠোয় ভরা লংকা লবন
অংক কষায় ফাঁকি।

সব  দুয়ারে একলা ডাকি
রাজার  দুয়ার বাকি
রাজার  ছেলে  মেললো চোখ
স্বপ্ন দিলেম আঁকি।


          বগুলা, নদিয়া, ৩০/১/২০২০

Thursday, January 30, 2020

কচ্ছপের ছানা

                                    কচ্ছপের ছানা

                                              ডাঃ কাজল কুমার বক্সী
                                                

কচ্ছপের ছানা গুলো
বালি থেকে বেরিয়ে,
ঝটাপট  যায় চলে
তট ভূমি পেরিয়ে।

খুদে খুদে শত শত
ওরা সব চলছে,
বাজেদের ছোবলে
কেউ কেউ মরছে।

সাগরের ডাকে যারা
প্রাণ পণে  ছুটছে
বাচা মরা লড়াইতে
হাবু ডুবু খাচ্ছে।

একদিন বড় হয়ে 
এরা সব ফিরবে 
বালি খুঁড়ে সাদা সাদা
ডিম গুলো পাড়বে।

তার পর নীল জলে
বুক খানা ভাসাবে,
ফেলে যাওয়া দাগ গুলো
ধীরে ধীরে হারাবে।।

                    বগুলা ,নদিয়া,

৩০/১/২০২০






                                   

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...