বকুল ও শিমূ ল
ডাঃ কাজল কুমার বকসী
একা একাই দাঁড়িয়ে আছে ,
একটা বুড়ো শিমূল
রাঙা কুসুম আকাশ তলে
শুকনো কিছু চুল উড়িয়ে
হলুদ ঝরা পাতার ভিড়ে
খুশির ছোয়া পাওয়া।
রেল লাইনের ধারে ধারেপুকুর জলের ঢেউ
রুক্ষ শিমূল রাঙিয়ে আছে ,
দেখলো না আর কেউ।
ট্রেন টা বুঝি থমকে গেল
হাজার ফুলের লালে ,
বুনো একটা সবুজ লতা
ঝুলছে কেবল ডালে।
কোকিল, শালিক, মউটুসীরা
আসছে সবাই উড়ে
নীরব পাড়া মূখর হল
সকল দুপুর জুড়ে।
পাতা ঝরা কাঁটার শরীর
বকুল যে তার সখা
লাল কাপড়ে জড়িয়ে মাথা
শীমূল দোলায় শাখা।