Wednesday, October 30, 2019

THE LAND OF MARI GOLD, KHISMA



নদিয়া জেলার একটি সবুজ গ্রাম খিসমা। এই খিসমা তেই রয়েছে একটি সংরক্ষিত বনভুমি। পাশ দিয়ে বয়ে চলেছে অতি সুন্দর চূর্নি নদী। এই গ্রামেই চাষ হয় নানা রং এর গাদাঁ ফুল। চাষ হয় সাদা রজনী গন্ধা। আড়ংঘাঁটা বীর নগর রোড ধরে এগিয়ে যান খিসমা গ্রামে আর দেখুন প্রকৃতির শোভা।

No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...