🌴🌴একটা ডুমুর গাছ ছিল
তাই টুনটুনি টা আসছিল।
চওড়া পাতার ডাল ছিল,
তাই বাসার মধ্যে ডিম ছিল।🐦🐦
ডিমের মধ্যে কুসুম ছিল
তাই তিনটে ছানার প্রাণ ছিল।
খুশি খুশি স্বপন ছিল,
তাই পাখি দুটি ডাক ছিল।🐦🐦
আকাশজোড়া মেঘ ছিল,
তাই ঝোড়ো ঝোড়ো বাতাস ছিল।
পাখি গুলির ভয় ছিল,
তাই বাসার কাছে ঘুরছিল।🐤🐤
🐱হোতকা দুটো বেড়াল ছিল
তাই সবসময়ে খেয়াল ছিল।
ঠোঁটে চাপা খাবার ছিল,
তাই বাচ্চাগুলো তাকিয়ে ছিল।
🐥🐥ছোট্ট ছোট্ট ডানা ছিল
তাই পালক দিয়ে ঢাকা ছিল।
দিনে দিনে বাড়তে ছিল,
তাই ছটফটানি মন ছিল।
হাজার রকম বাধা ছিল
তাই বুকের মধ্যে সাহস ছিল।
বড় হওয়ার ইচ্ছা ছিল,
তাই সবাই মিলে উড়তে ছিল।।
তাই সবাই মিলে উড়তে ছিল।।🐦🐦
Dr.Kajal Kumar Bakshi (H.M.O)
Bagula, Nadia,,WB
No comments:
Post a Comment