Friday, November 19, 2021

ইচ্ছে ডানা (৩)

 ইচ্ছে ডানা(৩)🚙🚙

হাফ লং স্টেশনে সামান্য কিছু ফলাহার করে আমরা বেরিয়ে পড়েছিলাম হোম স্টের  উদ্দেশ্যে। হোম স্টে পাঠানো আমাদের গাড়ি আনেক আগেই স্টেশনে অপেক্ষা করে দাঁড়িয়ে ছিল। এক রাশ চাপা আনন্দ বুকে নিয়ে গাড়ীতে গিয়ে বসেছিলাম।আবহাওয়া এখন অনেকটা পরিস্কার ওঝলমলে ।ঐ দেখা যায় দূরে সার সার পাহাড়ের চূড়া।দুধসাদা পাতলা্মেঘের লেই যেন ঢালা পাহাড়ে পাহাড়ে।নীল সবুজের মিশেল রঙ্গে রাঙ্গানো সারা অবয়ব।নীচের  দিকে তাকালে দৃষ্টি হারিয়ে যায় গভীর গিরি খাতে। আর হয়ত ওখানে একে বেঁকে চলেছে কোন পাহাড়ী জলের ধারা।চিন্তা ও মননে তখন খুশির হাওয়া দোল খেয়ে চলেছে অনবরত। সুশ্রী এক যূবকের হাতে স্টিয়্যারিং। চড়াই উতরাই পেরিয়ে আমাদের ক্যারাভ্যান তখন এগিয়ে চলেছে পরিস্কার পাকা রাস্তা ধরে সামনের দিকে।🌄🌄

🚐🚐

আমাদের টূরিস্ট লজের নাম বার্গ  সেইন রেসিডেন্স। হাফ লং শহরের লেকের কাছেই বেশ সাজানো গোছানো দোতলা এই রেসিডেন্স। সিড়ি বেয়ে ছাদে উঠে গিয়ে দেখলাম প্রকৃতির অপরুপ শোভা মেলে ধরা আছে সারা দিগন্ত জুড়ে। যেদিকে তাকানো যায় সেই দিকেই  শুধু সুবিস্তৃত গিরি সারি।অলস মেঘের দল বেধে ঘুরে বেড়ানো তো আছেই।দুই পাহাড়ের মাঝে সিল্ভার রঙের রেল ব্রীজ দেখা যাচ্ছিল খুব ভালো ভাবে।ছাদের ছাউনির নীচে সাজানো চেয়ারে বসে কিছুক্ষন দেখলাম প্রকৃতির মিনিটে মিনিটে পাল্টে যাওয়া রুপ।অনেক দিন পর কোলাহল মুক্ত পরিবেশে অবকাশ পেলাম তারিয়ে তারিয়ে ঘন সবুজের মাঝে নিজেকে সপে দিতে।ভোর বেলা আবছা কুয়াশায় ঢাকা পাহাড় চূড়ার মুখ আরো দেখতে ভালো লাগে। ক্যামেরা বাগিয়ে ফটো তোলা হল চুপচাপ বেশ কয়েকটা।📸📸🎥🎥


🏠🏠

হাফলংকে কেন্দ্র করে আশেপাশে বেশ কয়েকটি খুব ভালো ঘোরার মত জায়গা রয়েছে,। হাফ লং শহর ও লেক, জাতিঙ্গা ফরেস্ট ও ঝরনা, খাশিয়া গ্রাম ,বিভিন্ন ভিউ পয়েন্ট এবং চার্চ।সময়ের অভাবে  ভালো করে দেখা না হলেও মন জুড়িয়ে গেছে  বলাই বাহুল্য। পাশেই ছিল বাধানো ছবির মত সার্কিট হাউজ। সার্কিট হাউজের ভিউ বেশ মনোরম ও সুবিশাল। অনেক অনেক ফ্যামিলি ফটো তোলাহয়ে ছিলো এখানে।আমাদের ছেলে মেয়ে দারুন উৎসাহ ও আনন্দ নিয়ে প্রকৃতির সঙ্গে মিলে মিশে ছিলো।প্রথমে সার্কিট হাউজ ঘুরে গাড়ীতে করে তারপর জাতিঙ্গা। এখানে প্রকৃতি ,পাহাড় ও ঝরনা মিলে মিশে একাকার।ঝরনা্র কাছে খাশিয়া জনজাতির মানুষ দৈনন্দিন কাজ কর্ম খুশি মনে সারছিল দেখতে পেলাম।

আর আমরা হারিয়ে ছিলাম নিজেকে । ভুলেই গিয়ে ছিলাম কোথায় গিয়েছিলাম আমি  সেদিন।🌼🌿🐟🍂🌳

লজের ছাদ থেকে 

সার্কিট হাউজ

বার্গ সেইন টুরিস্ট লজ


No comments:

Post a Comment

ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...