Sunday, December 3, 2023

জীবনের অঙ্ক।

তিতিক্ষার শেষ লগ্নে এসে ,সাদা একটা ফ্লাগ উড়িয়ে সারা জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ স্কুলে উজাড় করে দান দিয়ে, স্টেশনে এসে আমাদের স্বনামধন্য প্রণম্য মাস্টারমশাই  বললেন, "আমি চললাম, কোন মহাসাগরের তীরে কিম্বা কোন সাধুর আঁখড়ায়, ভস্ম মেখে যোগাসনে বসে কাটিয়ে দেবো বাকিটা জীবন। তোমরা গ্রামে ভলো ভাবে থাকো"। ভাবতে যেন কেমন লাগে। হাতে বেত নেই, চকডাস্টার নেই, নেই কোন ছাত্র-ছাত্রী সামনে বসা।কাধের পাশে ঝুলছে একটি ঝোলা ,তার ভিতরে পেনশনের বই আর একটি গীতা। কেউ যেন পাশ থেকে ফিসফিস করে বলল ,"মাস্টার মশাই কোথায় চলেছেন ?আনমনা হয়ে মাস্টারমশাই বলেই ফেললেন ,কেন স্কুলে ।সম্বিত ফিরতেই আবার গলা বাড়িয়ে বললেন বিদ্যালয়ে নয় বৃদ্ধাশ্রমে চলেছি। স্যার আপনিও সাদা ফ্লাগ উড়ালেন? যোগ বিয়োগে ভুল হয়ে গেছে ভাই।  "শুনেছি আপনি যেখানে যাবেন সেটা আপনারই প্রিয় ছাত্রের গড়া বৃদ্ধাশ্রম"। সেখানে ওনার মা-বাবাও থাকেন।তাই বুঝি? মাস্টারমশাইয়ের সবকিছু কেমন যেন গুলিয়ে গেল । মাথাটা ঝিমঝিম করছে। তার পাশের সিটেই বসা গুজরাটি সাধু বলে উঠলো "ভেগে আয় বেটা, ভেগে আয়"। আমার সঙ্গে সাথ সাথ চল  ।  পবিত্র গঙ্গায় ডুব দিবি একবার। শান্তি পাবি। সংসার  ঝুট হ্যায় ব্যাটা। স্যারের সামনে বহু স্মৃতি ভেসে উঠলো। মাথার ভিতরে ভনভন করছে । চোখে দেখতে পেলেন নানা রকম জ্যামিতিক চিত্র । সংখ্যাগুলো যেন ভেসে ভেসে বেড়াচ্ছে কালো ব্ল্যাকবোর্ডের উপরে। আমাদের অতি প্রিয় অংকের মাস্টারমশাই ট্রেনের হুইসেল বাঁজতেই এক লাফ দিয়ে ট্রেনে উঠে বসলেন । আর দেখতে পাওয়া গেল না। জীবনে সবার অংক সব সময় মিলে যাবে এটাতো ✅ নয়। অঙ্কের স্যার ও এটা ভাবেন নি। স্ত্রী হারা মাস্টার মশাইয়ের বাড়ি ছাড়তে বেশী

বেগ পেতে হয়নি। ভেবে ছিলেন আদরের বড় ছেলে গ্রাম এর বাড়িতে ফিরে আসলেও আসতে পারে। কিন্তু সে গুড়ে বালি। ফোনে জানিয়েছেন, "বাবা গ্রামের অবস্থা ভালো নয় ,নিত্য খুনো- খুনি  ।তোমার নাতি  ওখানে নিরাপদে থাকতে পারবে না। তাছাড়া গ্রামের মাতবররা আমার উপস্থিতি মেনে নাও নিতে পারে। আমার যে একটু সম্মান টম্মান আছে । তুমি যেমন খুশি তেমনি থাকো। 

মাস্টারমশাই এতক্ষণে নৈহাটি পৌছে গেছেন আর সাধু বাবার সাথে বেজায় গল্প করছেন। এবার অংক মিললেও মিলতে। পারে। 

ডাক্তার কাজল কুমার বক্সী ।বগুলা। 

নদীয়া। 3/12/23





ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...