Tuesday, September 27, 2022

গণেশ চন্দ্র পতি

 -- তোমার নাম কি?

__স্যার গণেশ চন্দ্র পতি।

-- কোথায় থাকো?

__ কোলকাতায়, পাঁতিপুকুরে স্যার।

__ ভালো।

--এবার বল তুমি কি পাশ করেছো?

--স্যার ২০১৫ তে এম ,এ পাশ করেছি।

--খুব ভালো।

-- আর কি জানো?

-- স্যার বেকার বসে ছিলাম , তাই একটু এল,এল,বি পাশ  করেছি।

-- তাই নাকি? বিশাল ব্যাপার।

আর কি কি জানো তুমি 

-- স্যার হোমিও প্যাথি, তার পরে কম্পিউটার ও জানি।

--বেশ বেশ , তুমি তো অনেক কিছু  জানো।

--হ্যা স্যার।

--তা তুমি লাঠি বাগিয়ে ছুটে ছুটে মারতে গেছো কখনো কাউকে?

-- না স্যার কখনো যাইনি।

-- কেন ? অন্য পার্টির লোক জনকে কিংবা পুলিশ কে মারোনি কখনো?

--কি বলছেন স্যার!

পতি বাড়ির ছেলেরা কখনো মারা মারি করেনা।

ভেরি গুড।

-- ঠিক আছে। আচ্ছা তুমি কিসের চাকরির জন্য এখানে এসেছো জানো?

--জানি স্যার, এক জন ঠিকা বন কর্মী হিসাবে।

__ তার কি কাজ জানো?

-- কেন জানবো না স্যার , আমাদের হাতি তাড়াতে হবে।

-- তা তোমার হাতি তাড়ানোর কোনো ট্রেনিং আছে?

-- না স্যার , তাছাড়া কলকাতায় হাতি পাওয়া যায় না ,তাই ওটা শেখা হয়নি।

--- তবে দেখেছি বন কর্মীরা মশাল জ্বেলে হাতি তাড়ায়।

কিন্তু পাতি বাবু হাতি তাড়াতে আমাদের এইট পাশ লাগবে ।

-- কিন্তু স্যার হাতি তো এইট পাশ এম এ পাশ বুঝবে না, শুধু ভয় পেলে হলো।

-- অত সহজ নয় বুঝলে, হাতি না বুঝলে ও আমরা বুঝি।

-- কি করবো স্যা র  তাহলে।

- এ জন্মে না , পরের জন্মে এইট পাশ করে এসো হাতি তাড়াতে।

--  কি করব স্যার বেকারের জ্বালা ।

-- ঠিক আছে  তুমি গরীব মানুষের ছেলে মেয়েদের পড়াতে শুরু করো।

--হাতি নয় অশিক্ষা তাড়াও আগে । 

--ধন্য বাদ স্যার।

হাতি ছেড়ে পতি বাবু,

একা যায় ফিরে।

আলো জ্বে লে দেয়

গরীবের ঘরে ঘরে।।

ডা; কাজল কুমার বক্সী।








Friday, September 2, 2022

হারাধন সরকার

👲👲 আপনার নাম কি?

স্যার হারাধন সরকার।

ভোটার কার্ড আছে?

আছে স্যার।

আধার কার্ড?

আছে স্যার।

রেশন কার্ড?

আনছি।

স্বাস্থ্য সাথী?

তাও নিয়ে আইছি।

ঠিক আছে।

বার্ধক্য ভাতার বই?

কাছে আছে।

দলিল?

আছে স্যার 

জব কার্ড?

হয় সেটাও নিয়ে আই ছি।

শ্রমিক কার্ড ?

ব্যাগের মধ্যি আছে।

আছে বললে হবে না , দেখাতে হবে।

খাজনার রশিদ আছে?

হয় কেবলই টাহা দিয়ে নিলাম।

 ডেথ সার্টিফিকেট আছে?

সেডা আবার কি?

মৃত্যু সার্টিফিকেট আছে ?

কি যে বলেন স্যার আমি তো এহনো বেচে  রইছি! ওইডা পাবো কি করে?

আরে মানুষ মরেও বেচে থাকে  ।👸

তাই আবার হয় নাকি স্যার।

আরে পয়সা দিলে সব হয়।

আপনি যে হারাধন এটা বোঝা সহজ নয় বুঝলেন।

যাক সব লিঙ্ক করা আছে ।

হয় স্যার লিঙ্ক করতি করতি আমিই হারা হয়ে গেছি।

আরে আমরা হছছি হারাধন সরকারের কর্মচারি। অত সহজে কাউকে হারিয়ে যেতে দেব না  বুঝলেন হারাধন বাবু।👨👨😔😖

ডাঃকাজাল কুমার বক্সী।





ভোটা চাটনি

ভোটা চাটনি চাই গো ,ভোটা চাটনি চাই?  ও ভাই , ভোটা চাটনি কি? ওই চাটনির তো কখনো নাম শুনিনি। দাদা এই চাটনির অনেক গুন, একবার খেয়েই দেখুন না কিরক...