পথ
ডাঃকাজল কুমার বক্সী(এইচ,এম,ও)
ঢাউশ রাস্তাটা বড্ড সুন্দর বানিয়েছোতো হে রাজন,
কঠিন কালো পিঠ বেয়ে চলে শবের শকট।নিস্পেষিত কোনো যূবকের পিঞ্জরে
দেখ ফুটেছে লাল টকটকে কৃষ্ণ চূড়া।
হে রাজন, সীমাহীন এই প্রশস্ত রাজ পথে সবুজেরা কেমন অভ্যর্থনা জানায় তোমাকে।
রিক্ত ক্লিষ্ট মানুশের দল কুয়াশায় ঢেকেছে মুখ মোড়ে মোড়ে।
ভারী অপরুপ এই রাস্তার মসৃনতার ধারা। ।লজ্জা পেয়েছে আজ তোমার ছায়া সঙ্গীনিরা ।
সন্তান হারা কোনো মা আবার এই পথেই কেমন দিশাহারা।
পিল পিল করে চলেছে কালো চাকার সারি।
পলাশ সোনা ঝুরি ফুল বিছিয়েছে তাদের কোমল শরীর।
উলঙ্গ ছেলে তোমার চুমুর অপেক্ষায় বসে আছে বুঝি।
হাতে গুন্তে গুন্তে যাও ঘর হারাদের ছাই গাদা
হলুদ করবীর ছায়ায় বল জীবনের এই পথ বড্ড মায়া ময়।
হে রাজন ,পথে বসা শূন্য হাতে অজানা কত মানুষ,
তোমারি যত্নে তৈরী রাস্তায় , তোমারি রাজ্য পাটে,
জরা জীর্ন বাতাস ঠেলে উঠে নিভে যায় কত স্বপ্নের ফানুস।
এই পথে নেচে নেচে চলে গাঁয়ের বধূরা নব জীবনের গানে
পোড়া বই আর খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে তোমারি প্রজন্ম
দলে দলে মানুষ ছুটে চলে এই পথে খই বাতাসা নিয়ে ।